• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২, ২৫ মুহররম ১৪৪৬
বিপিএল

‘আমাদের সীমাবদ্ধতা জানলে সাকিব এমন বলতেন না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩, ০৪:৪২ পিএম
‘আমাদের সীমাবদ্ধতা জানলে সাকিব এমন বলতেন না’
ছবি: সংগ্রহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়ানোর মাত্র দুই দিন আগে বিপিএল নিয়ে বোমা ফাটিয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার দাবি, বিপিএল আন্তর্জাতিক মানের আয়োজন করার ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাকি সদিচ্ছাই নেই।

এদিকে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) এবারের বিপিএলের টাইটেল স্পন্সরদের নিয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন।

সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুজন বলেন, সাকিব বিসিবির জায়গায় থাকলে কখনোই এমন মন্তব্য করতে পারত না।

সুজন বলেন, “আমি নিশ্চিত নই যে তিনি (সাকিব) কোন প্রেক্ষাপটে কথাটা বলেছেন বা তার কাছে কতটুকু তথ্য ছিল। আমাদের (বিসিবি) সীমাবদ্ধতা জানলে হয়তো এসব কথা তিনি বলতেন কি না, আমার সন্দেহ।”

সংবাদ সম্মেলনে বেশির ভাগ প্রশ্নের উত্তরে ‘সীমাবদ্ধতা’ শব্দের ব্যবহার করেছেন বিসিবির সিইও। তবে ঠিক কী ধরনের সীমাবদ্ধতা বিসিবির সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলতে অপারগতা প্রকাশ করেন।

 “সবার সামনে সীমাবদ্ধতা তো আমি আপনাকে বিস্তারিত বলতে পারব না” যোগ করেন নিজামউদ্দিন চৌধুরী সুজন।

উল্লেখ্য, শুক্রবার (৬ জানুয়ারি) পর্দা উঠবে বিপিএলের এবারের আসরের। উদ্বোধনী দিনে রয়েছে দুটি খেলা। দিনের প্রথম খেলায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে দ্বিতীয় খেলার মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স।

Link copied!