বাংলাদেশ আজ সেজেছে লাল-সবুজে। মহান বিজয় দিবস আজ। যথাযথ মর্যাদায় সারা দেশজুড়ে পালিত হচ্ছে ৫১তম বিজয় দিবস। এই বিশেষ দিবসে সাকিব আল হাসানরা বিশেষ জার্সি পরে মাঠে নেমেছে।
চট্টগ্রামে বাংলাদেশ খেলছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ। প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। এই দিনে বাংলাদেশ বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ জার্সি গায়ে চাপিয়েছে। দলের সাদা জার্সির ডান পাশে বাংলাদেশের পতাকা খচিত। তার নিচেই লেখা `৫১তম বিজয় দিবস।` দলের প্রত্যেক সদস্যই এই জার্সি পরে মাঠে খেলছেন।
এছাড়া, বিজয় দিবস উপলক্ষ্যে বিশেষ আয়োজন থাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। তবে এবার তাদের আয়োজনে ভিন্নতা এসেছে।
বিজয় দিবসে বিশেষ প্রীতি ম্যাচের আয়োজন করেছে বিসিবি। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শহীদ জুয়েল একাদশ ও শহীদ মুস্তাক একাদশের হয়ে খেলছেন ক্রিকেটাররা। জাতীয় দলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারও অংশ নিয়েছেন এই প্রীতি ম্যাচে।