সাকিব আল হাসানই যে বিপিএলের চলতি আসরে ফরচুন বরিশালের অধিনায়কত্ব করবেন সেটা মোটামুটি সবাই নিশ্চিত ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে বরিশালের হয়ে টস করতে আসেন মেহেদী হাসান মিরাজ। এরপর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতি ম্যাচেই অধিনায়ক বদল করতে পারে বরিশাল। যদি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এ কথা শুনে যেন আকাশ থেকে পড়েছিলেন দলটির পেসার ইবাদত হোসেন।
তবে সব ছাপিয়ে সেই সাকিবকেই পুরো আসরের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ফরচুন বরিশাল। মঙ্গলবার (১০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের অধিনায়ক হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে বরিশাল।
এর আগের আসরেও বরিশালকে নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। তার অধিনায়কত্বে ফাইনাল খেলেছিল দলটি। যদিও শেষ পর্যন্ত টানটান উত্তেজনাকর ম্যাচে কুমিল্লার কাছে হেরে শিরোপা খুইয়েছিল বরিশাল।
চলতি আসরে ব্যাটার হিসেবে দুর্দান্ত শুরু করেছেন সাকিব। প্রথম ম্যাচে সিলেটের বিপক্ষে ৩২ বলে ৬৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। যদিও শেষ পর্যন্ত হারই সঙ্গী হয়েছে বরিশালের।