• ঢাকা
  • বুধবার, ১৫ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

দুই হাত না থাকা আমিরের সঙ্গে খেললেন শচীন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৪, ০৩:১৩ পিএম
দুই হাত না থাকা আমিরের সঙ্গে খেললেন শচীন
মাঠে শচীন ও আমির। ছবি : সংগৃহীত

কারখানায় কাজ করতে গিয়ে দুই হাত চিরতরে হারিয়ে ফেলেছিলেন আমির হোসেন। কিন্তু থেমে থাকেনি তার স্বপ্নের দৌড়। তার ইচ্ছাশক্তি তাকে টেনে নিয়ে গেছে ২২ গজের ক্রিকেটে।

এই যুবক কাশ্মীর প্যারা দলের অধিনায়কত্ব করছেন। কাঁধ ও ঘাড় দিয়ে দারুণ ব্যাটিং করেন তিনি, যার ভিডিও দেখে চমকে গেছেন নেটিজেনরা। সেই বিস্ময় ক্রিকেটারের সঙ্গে কদিন আগে সাক্ষাৎ করেছিলেন শচীন টেন্ডুলকার।

আইএসপিএলের মঞ্চে তার সঙ্গে আবারও দেখা হলো শচীনের। দুজনে মিলে টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলতে নামেন। শচীন-আমির জুটিই ব্যাটিং ওপেন করতে আসেন। তবে নিজে স্ট্রাইক না নিয়ে প্রথম বলটি আমিরকে খেলতে ডাকেন শচীন। কিংবদন্তি ক্রিকেটারের এই আচরণই ভক্তদের মন জিতে নিয়েছে। ভাইরাল হয়ে গেছে সেই মুহূর্তের ভিডিও।

শুধু ব্যাটিং নয়, বোলিংয়ের সময়েও জুটি বাঁধেন শচীন-আমির। কাশ্মীরের ক্রিকেটারের বোলিংয়ের সময়ে উইকেটকিপারের গ্লাভস পরে নেন শচীন। পা দিয়ে আমিরের বল করা দেখে উচ্ছ্বসিত মাস্টার ব্লাস্টারও।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯৯৭ সালে নিজেদের গ্রাম ওয়াঘামা গ্রামে পারিবারিক কারখানায় কাজ করার সময় ভয়ংকর দুর্ঘটনায় দুই হাতই হারান আমির। তবে আশা ছাড়েননি তিনি। সেই আশায় নানাভাবে চেষ্টা চালিয়ে যাওয়া আমির ২০১৩ সালের একদিন এক শিক্ষকের নজরে পড়ে যান। যিনি কাশ্মীরের এই ছেলেটির মধ্যে ক্রিকেটীয় প্রতিভা খুঁজে পান। এরপর তাকে পরিচয় করিয়ে দেন পেশাদার প্যারা ক্রিকেট খেলার সঙ্গে।

এরপর প্যারা ক্রিকেট দলের হয়ে আমির সফর করেছেন নেপাল, দুবাইসহ বেশ কয়েকটি দেশে। কিছুদিন আগে শারজাহ’তে অনুষ্ঠিত প্যারা লিগেও খেলেছেন তিনি। কেবল শচীনই নয়, এর আগেও আমির ভারতের তারকা ক্রিকেটারদের নজরে পড়েছিলেন। সাবেক পেসার আশিষ নেহরা মুম্বাইয়ে অনুষ্ঠিত ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল দেখার আমন্ত্রণ জানিয়েছিলেন তাকে।

Link copied!