বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টায় সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় আল-নাসর ও আল-ইত্তিহাদ। সুপার কাপের সেমিফাইনালের এ বাঁচা-মরার লড়াইয়ে অনেকটাই নিষ্প্রভ ছিলেন দলের বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
আল-নাসর প্রথমার্ধে পিছিয়ে যায় ০-২ গোলে। দ্বিতীয়ার্ধে একটি গোল শোধ করলেও শেষ পর্যন্ত ১-৩ গোলের হারে ফাইনালে উঠার স্বপ্ন শেষ হয় তাদের।
সৌদি প্রো লিগে আল-ইত্তিফাকের বিপক্ষে ম্যাচ দিয়ে দেশটির প্রতিযোগিতামূলক ফুটবলে অভিষেক হয়েছিল পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার প্রতিযোগিতামূলক দ্বিতীয় ম্যাচে আল-ইত্তিহাদের বিপক্ষে হেরে গেছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।
আল-ইত্তিহাদের কাছে ৩-১ গোলে হেরে যায় রোনালদো। পুরো ম্যাচে নিষ্প্রভই ছিলেন এই তারকা। আল-নাসরের অধিনায়ক রোনালদো পুরো ম্যাচই খেলেছেন। তবে প্রতিপক্ষ তাকে রেখেছিল কড়া পাহারায়।
কিন্তু খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেননি তিনি। প্রথমার্ধে সহজ একটি সুযোগ পেলেও সেটা থেকে গোল আদায় করতে পারেননি তিনি। এই হারে সৌদি সুপার লিগের সেমিফাইনাল থেকে ছিটকে গেল আল-নাসর।