বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রিয়াদের কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি আরবের দুই ক্লাব আল নাস্র ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ স্টার ইলেভেন বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল পিএসজি।
দুই বছর পর একে অপরের মুখোমুখি হলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ম্যাচের প্রথমার্ধে মেসি এক ও রোনালদো করলেন দুই গোল। শক্তিমত্তায় মেসির পিএসজির চেয়ে রোনালদোর একাদশ যোজন যোজন পিছিয়ে থাকলেও ভালো লড়াই হলো ম্যাচজুড়ে। শেষ পর্যন্ত ৯ গোলের ম্যাচে রোনালদোর দলকে ৫-৪ গোলে হারিয়েছে মেসিরা।
ম্যাচের পর রোনালদো ম্যাচের ছবিসহ টুইটারে একটি পোস্ট শেয়ার করেছেন। মেসির সাথে তার হ্যান্ডশেক এবং আলিঙ্গনের ছবি তিনি পোস্টে শেয়ার করেছেন।
রোনালদো টুইট করে লিখেছেন, "ম্যাচে ফিরে আসতে পেরে এবং স্কোরশিটে অবদান রেখে খুব খুশি। কিছু পুরোনো বন্ধুদের দেখে ভালো লাগছে।"
পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের বলেছেন, "আমরা একটি দুর্দান্ত স্টেডিয়ামে অবিশ্বাস্য চমৎকার পরিবেশে প্রচুর গোল দেখেছি।"