• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
এশিয়া কাপ

বোর্ডের দিকে বল ঠেলে দিলেন রোহিত শর্মা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২২, ০৭:১৩ পিএম
বোর্ডের দিকে বল ঠেলে দিলেন রোহিত শর্মা

সূচি অনুযায়ী ২০২৩ সালে এশিয়া কাপ অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তবে বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, পাকিস্তানে এশিয়া কাপ খেলবে না ভারত। পাকিস্তান নয়, নিরপক্ষে কোনো ভেন্যুতে এশিয়া কাপের আগামী আসর আয়োজনের কথাও বলেন তিনি।

জয় শাহ একই সাথে এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। ফলে তার এমন মন্তব্যে চটেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনকি ভারত এশিয়া কাপ খেলতে না গেলে ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারত না যাওয়ারও হুমকি দিয়ে রেখেছে পিসিবি।

এদিকে রাত পোহালেই চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ফলে এশিয়া কাপ নিয়ে বিতর্কের রেশ পড়েছে তাসমান সাগর পাড়েও।

পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ভারত অধিনায়ক রোহিত শর্মার কাছে পাকিস্তান সফর নিয়ে প্রশ্ন করেছিলেন সংবাদকর্মীরা। উত্তরে কুটনৈতিক ছলের আশ্রয় নিয়েছেন রোহিত।

ভারতীয় অধিনায়ক বলেন, তাদের মনোযোগ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে। ভবিষ্যৎ নিয়ে এখন ভাবতে চান না তারা।

রোহিত বলেন, “আমার মনোযোগ টি–টোয়েন্টি বিশ্বকাপে। কারণ, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে (এশিয়া কাপে) কী ঘটবে, তা নিয়ে আমরা চিন্তা করছি না।”

পাকিস্তান সফর নিয়ে ভাবার কিছু নেই বলেও মনে করেন রোহিত। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড বলেও সাফ জানিয়ে দেন তিনি।

“এ নিয়ে আমার ভাবাভাবির কিছু নাই। সিদ্ধান্ত নেবে বিসিসিআই। আমরা শুধু আগামীকালের ম্যাচ নিয়ে ভাবছি” যোগ করেন ভারতীয় অধিনায়ক।

রোববার (২৩ অক্টোবর) মেলবোর্নে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে রোহিত শর্মার দল। 

Link copied!