• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২, ২১ মুহররম ১৪৪৬

বাংলাদেশে রোহিত-শামির বদলি ঈশ্বরণ-উনাদকাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২, ০৩:৫৯ পিএম
বাংলাদেশে রোহিত-শামির বদলি ঈশ্বরণ-উনাদকাদ

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাতের চোটে দেশে ফিরতে হয়ে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। ওয়ানডে সিরিজ শুরুর আগেই ছিটকে গিয়েছিলেন মোহাম্মদ শামি। চট্টগ্রাম টেস্টে এই দুই ক্রিকেটারের বদলি হিসেবে অভিমন্যু ঈশ্বরণ ও জয়দেব উনাদকাদকে দলে ডেকেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতীয় ‘এ’ দলের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে দুইটি আনঅফিসিয়াল টেস্ট খেলেই দেশে ফেরত যাওয়ার কথা ছিল অভিমন্যু ঈশ্বরণের। অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে জাতীয় দলে দরজা খুলেছে তার জন্য।

ঘরোয়া ক্রিকেট ও ভারত ‘এ’ দলের জার্সিতে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন অভিমন্যু ঈশ্বরণ। বাংলাদেশ সফরেও তার ব্যাটে এসেছে দুইটি সেঞ্চুরি। এরই পুরষ্কার স্বরুপ তাকে দলে ডেকেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এদিকে মোহাম্মদ শামির বদলি হিসেবে ওয়ানডে স্কোয়াডে উমরান মালিককে ডেকেছিল ভারত। ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবেন এই কাশ্মিরি পেসার। তার বদলি হিসেবে জয়দেব উনাদকাদকে দলে ডেকেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দীর্ঘ এক যুগ পর টেস্ট দলে ডাক পেয়েছেন উনাদকাদ। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে দারুণ ছন্দে থাকায় তার উপরই ভরসা রাখছে দল। দুই দিনের মধ্যে ভিসা জটিলতা কাটিয়ে চট্টগ্রামে দলের সঙ্গে যোগ দিবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো।

Link copied!