• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ ব্যর্থতার পর তিতের ওপর ছিনতাইকারীর ক্ষোভ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২২, ০৪:৫০ পিএম
বিশ্বকাপ ব্যর্থতার পর তিতের ওপর ছিনতাইকারীর ক্ষোভ

কাতার বিশ্বকাপে সম্ভাব্য শিরোপাজয়ীদের তালিকায় ওপরের দিকেই ছিল ব্রাজিলের নাম। তবে কোয়ার্টার ফাইনালে থেমেছে তার বিশ্বকাপ যাত্রা। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় তারা। বিশ্বকাপ ব্যর্থতার পর ছেড়েছিলেন দায়িত্ব। তাতেও তিতের ওপরে থাকা ক্ষোভ কমেনি। বরং, ছিনতাইয়ের শিকার হওয়ার পরও তার ক্ষোভ ঝেড়েছে ছিনতাইকারীরা।

ব্রাজিলের রিও ডি জেনেরিওতে প্রাতভ্রমণে বের হয়ে ছিনতাইয়ের শিকার হন ব্রাজিলের সাবেক কোচ তিতে। ওই সময় তিতের গলায় থাকা চেইন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। পরে তার ওপর ক্ষোভও ঝাড়ে ছিনতাইকারীরা।

২০১৬ সালে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব নেন তিতে। তার অধীনে ব্রাজিল ৮১ ম্যাচ খেলে ৬০টিতেই পায় জয়ের দেখা।

এই তিতের অধীনেই ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছিল ব্রাজিল। তবে ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে তার অধীনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় ব্রাজিল।

খেলা বিভাগের আরো খবর

Link copied!