• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতকে এক ম্যাচ হারের পরামর্শ রবি শাস্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৩, ০৬:৫৪ পিএম
ভারতকে এক ম্যাচ হারের পরামর্শ রবি শাস্ত্রী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রয়েছে ভারতের। দলটি এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে, যার সবকয়টিতেই জিতেছে দলটি। প্রতিপক্ষদের অনেকটা নাস্তানাবুদ করে তুলে নিয়েছে জয় গুলো। নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে আজ (রোববার) মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। রোহিত শর্মাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। যারাও ভারতের মতো এখনও কোন ম্যাচ হারেনি। তবে, এই ম্যাচের আগে ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী বললেন গ্রুপ পর্বে একটা ম্যাচ হেরে যাওয়া ‍উচিত ভারতের। এ সময় রবি শাস্ত্রী এটাও মনে করিয়ে দেন মাহেন্দ্র সিং ধোনির ২০১১ সালের পরিকল্পনার কথা।

ভারতের সাবেক এই কোচ বলেন, “২০১১ বিশ্বকাপে ভারত একটি ম্যাচ হেরেছিল। লিগ পর্বে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারেনি। তবু সে বার ভারতই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই ম্যাচের অধিনায়ক ছিল ধোনি। ওর একটা কথা এখনও মনে রয়েছে আমার। সেই আবার ধোনি বলেছিল, বিশ্বকাপের লিগ পর্বে একটা ম্যাচ হেরে যাওয়া ভাল। তাতে সেমিফাইনাল বা ফাইনালের মতো ম্যাচে হঠাৎ করে ছন্দপতন হওয়ার সম্ভাবনা কমে যায়। একটা ম্যাচ হারলে সবাই আরও সতর্ক থাকে।”

টানা জিততে থাকা খেলোয়াড় বা দল সেমিফাইনাল বা ফাইনালে গিয়ে হেরেছে, এমন নজির কম নেই। এই আশঙ্কা এড়াতে চাইতেন ধোনি।

এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ভারত। সাবেক ক্রিকেটাররা অনেকেই চ্যাম্পিয়ন হবার দৌড়ে এগিয়ে রাখছে ভারতকে। সেই আশাটা ভালো ভাবে শেষ পর্যন্ত যাতে টিকে থাকে তার জন্যই শাস্ত্রী রোহিতদের লিগ পর্বের একটি ম্যাচ হারার পরামর্শ দিলেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!