চট্টগ্রামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচে টস জিতে খুলনা দল রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে।
পয়েন্ট টেবিলে রংপুর এগিয়ে আছে খুলনার চেয়ে। এর আগে ৩ ম্যাচের দুই ম্যাচে জয় ও ১ ম্যাচে পরাজয় নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে রংপুর। অন্যদিকে, তিন ম্যাচের তিনটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে আছে খুলনা।
চোটের কারণে রংপুরের একাদশে নেই নুরুল হাসান সোহান। তার বদলে ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে পাকিস্তানের তারকা সোয়েব মালিককে।
রংপুর রাইডার্স একাদশ:
মোহাম্মদ নাঈম, রনি তালুকদার, মেহেদী হাসান, সোয়েব মালিক,(অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নেওয়াজ, শামিম হোসেন, আজমাতুল্লাহ ওমারজাই, হাসান মাহমুদ, হারিস রউফ ও রাকিবুল হাসান।
খুলনা টাইগার্স একাদশ:
মাহমুদুল হাসান জয়, তামিম ইকবাল, আজম খান, ইয়াসির আলী, মুনিম শাহরিয়ার, আমাদ বাট, মহাম্মদ সাইফুদ্দিন, নাহিদুল ইসলাম, পল আদ্রিয়ান ভ্যান মিকেরেন, ওয়াহাব রিয়াজ ও নাসুম আহমেদ।