• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

চোটে মিয়ামি থেকে নাম প্রত্যাহার রাদুকানুর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৭:০৯ পিএম
চোটে মিয়ামি থেকে নাম প্রত্যাহার রাদুকানুর
এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

পিঠের চোটের কারণে ব্রিটেনের মহিলা টেনিস তারকা এমা রাদুকানু মিয়ামি ওপেন আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। তবে তার ম্যানেজমেন্ট জানিয়েছে, সমস্যাটি বড় কিছু নয়।’

মঙ্গলবার প্রথম রাউন্ডে চীনের ওয়াং শিউয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল ২১ বছর বয়সী রাদুকানুর। টুর্নামেন্টে না খেলে ভালো সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তার বিশ্বাস, এতে কওে চোট বাড়ার ঝুঁকি কম থাকে।

২০২৩ মৌসুম তার ছিল ইনজুরিতে ভরা। ফলে আরেকটি চোট রাদুকানুর প্রত্যাবর্তনের জন্য এটি একটি বড় ধাক্কা।

২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাদুকানু গত সপ্তাহে ইন্ডিয়ান ওয়েলসের তৃতীয় রাউন্ডে বিশ্বের দুই নম্বর আরিনা সাবালেঙ্কার কাছে সরাসরি সেটে পরাজিত হয়েছিলেন।

আট মাসের অনুপস্থিতির পর তিনি গত জানুয়ারিতে টেনিসে ফিরে আসেন। ওই সময়টায় তার কব্জি এবং বাম পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার হয়।

বিশ্বের সাবেক দশ নম্বর খেলোয়াড় রাদুকানু এখন ২৮৮ নম্বর। ইনজুরি কারণে দীর্ঘদিন কোর্টে অনুপস্থিত থাকায় তার স্থান নীচে নেমে গেছে।

 

 

Link copied!