• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

মাঝের ওভারে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল: আতাপাত্তু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২২, ০৫:১৮ পিএম
মাঝের ওভারে পরিকল্পনা ভেস্তে গিয়েছিল: আতাপাত্তু

সিলেট থেকে: অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কা নিজ দেশের মানুষের মুখে হাসি ফুটিয়েছিল এশিয়া কাপ জিতে। নারী এশিয়া কাপেও একই পথে রয়েছে লঙ্কানরা। পাকিস্তানকে টানটান উত্তেজনাকর ম্যাচে ১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লঙ্কার মেয়েরা। ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু জানিয়েছেন, মাঝের ওভারে তাদের পরিকল্পনায় ছেদ পড়েছিল।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১২২ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। ধীরগতির শুরু হলেও মাঝের দিকে মনে হচ্ছিলো ম্যাচটা জিতে আবারও পাক-ভারত লড়াই দেখবে এশিয়া কাপ। সেই আশা অবশ্য গুড়ে বালি হয়েছে ইনিংসের শেষ বলে। ফাইনালে ভারতের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

দীর্ঘ ১৪ বছর ধরে ফাইনালে খেলার আক্ষেপে পুড়ছিল শ্রীলঙ্কা। এবার সেই আক্ষেপ পুরোপুরিই ঘুচিয়েছে দেশটি। নারী এশিয়া কাপের ফাইনালে ফিরেছে শ্রীলঙ্কা। এবার ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তোলার মিশন।

ম্যাচ শেষে লঙ্কান অধিনায়ক চামারি আতাপাত্তু স্বীকার করেছেন, ম্যাচে জমজমাট লড়াইয়ের আগে পিছিয়ে ছিল তারাই। চাপে থাকলেও বোলারদের উপর আস্থা না হারানোয় ম্যাচ জেতা সম্ভব হয়েছে।

তিনি বলেন, “মাঝখানের ওভারে অনেক চাপে ছিলাম। বোলারদের উপর আস্থা ছিল। ১৪ বছর পর এশিয়া কাপের ফাইনালে উঠে আমরা খুশি।”

এর আগে ব্যাটিংয়ে নেমে সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লাইন আপে পরিবর্তন এনেছিল শ্রীলঙ্কা। অবশ্য বোলারদের পারফর্মেন্সে অবশ্য সেই টোটকা ভালোই কাজে লেগেছে। এই বিষয়ে লঙ্কান অধিনায়কের ভাষ্য, “আমরা ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছি। এরপরেও এই জয়ে খুশি।”

টুর্নামেন্টের মাঝপথে সিলেটের উইকেট নিয়ে স্বাগতিক বাংলাদেশ জানিয়েছিল অভিযোগ। এরপরেই উইকেটের প্রকৃতিতে এসেছে পরিবর্তন। খেলার জন্য এই রকম স্পোর্টিং উইকেটে খুশি লঙ্কান কাপ্তান।

পাকিস্তানের শুরুটা খারাপ হলেও বেশিরভাগ সময় ম্যাচ ঝুলেছিল পাকিস্তানের পক্ষে। এমনকি মাঝের ওভারে নষ্ট হয়েছিল শ্রীলঙ্কার পরিকল্পনাও। তবুও জয় পাওয়াটাকেই বড় করে দেখছেন লঙ্কান অধিনায়ক।

এইসব জানিয়ে লঙ্কান দলপতি বলেন, “উইকেট দারুণ ছিল। প্রথম ছয় ওভার ওরা ভালো ব্যাটিং করেছিল। আমরা জানতাম জয় পাওয়া কঠিন হবে। আমাদের মাঝের ওভারের পরিকল্পনাও নষ্ট হয়েছিল। তবুও বিশ্বাস রেখেছিলাম, সঠিক সময়ে আমরা ভালো করতে পেরেছি।”

শনিবার (১৫ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা।

Link copied!