• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

নারীদের টি-টোয়েন্টি লিগ স্থগিত করল পিসিবি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ১১:৫৯ এএম
নারীদের টি-টোয়েন্টি লিগ স্থগিত করল পিসিবি

পাকিস্তান সুপার লিগের অষ্টম সংস্করণের সঙ্গে পাকিস্তান নারী টি-টোয়েন্টি লিগ একসাথে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু নারীদের আয়োজন এখনই হচ্ছে না। সময় পরিবর্তন করে ২০২৩ সালের সেপ্টেম্বরে স্থানান্তরিত করা হয়েছে।

নাজাম শেঠির নেতৃত্বে নতুন পিসিবি পরিচালনা কমিটির সুপারিশে লিগটি স্থগিত করা হয়েছিল। নতুন লিগ আয়োজন হবে ভিন্ন নামে।  চারটি ক্লাবের সমন্বয়ে এটি একটি স্বতন্ত্র টুর্নামেন্ট হবে। সাবেক চেয়ারম্যান রমিজ রাজা নারীদের টি-টোয়েন্টি লিগের আয়োজনের কথা বলেছিলেন। রাওয়ালপিন্ডিতে পিএসএল ম্যাচগুলোর সাথে এই লিগও একসাথে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

রমিজ জুনিয়র পর্যায়ে টুর্নামেন্ট শুরু করার বিষয়ে ইতিবাচক ছিলেন। তিনি একটি ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ তৈরি করে নারী ক্রিকেটকে আরও লাভজনক করতে চেয়েছিলেন। পিএসএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে, পিসিবি প্রশাসনের পরিবর্তনের কারণে এই মৌসুমে নারী লিগটি অকার্যকর। তবে পিএসএলের সময় টেস্ট রাউন্ড হিসেবে কয়েকটি প্রদর্শনী ম্যাচ রাখার বিষয়ে চিন্তাভাবনা করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত এই পরিকল্পনাও বাদ দেওয়া হয়েছে।

পিসিবি প্রশাসন অর্থের অভাবের কারণে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে সংশয়ে ছিল। এই লিগের পরিবর্তে খেলোয়াড়ের সংখ্যা বাড়ানোর জন্য অবকাঠামোগত ব্যয় বাড়াতে তারা বেশি আগ্রহী ছিল। কিন্তু অনেক চিন্তাভাবনার পর পিএসএল থেকে আলাদা একটি টুর্নামেন্ট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

Link copied!