• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

মিকি আর্থারকে নিয়ে অদ্ভুত নিয়মে চলবে পাকিস্তান বোর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৩, ১১:৩৪ এএম
মিকি আর্থারকে নিয়ে অদ্ভুত নিয়মে চলবে পাকিস্তান বোর্ড

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোচ মিকি আর্থারকে পাকিস্তানের টিম ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে চলেছে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দলে এখন আর প্রধান কোচ থাকবেন না। এর পরিবর্তে পিসিবি ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের কোচের জন্য সহকারি কোচ নিয়োগ করতে চাইছে। যারা আর্থারের সঙ্গে কাজ করবেন।

নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার গ্রান্ট ব্র্যাডবার্ন পাকিস্তান দলের সহকারি কোচের দায়িত্ব নিতে পারেন। তিনি এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত পাকিস্তান দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে দলের ডিরেক্টর পদ গ্রহণ করলেও আর্থার ইংলিশ কাউন্টি মৌসুমে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক সিরিজে দলের সঙ্গে সশরীরে থাকবেন না। কারণ ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি। পূর্ণকালীন কোচ হিসেবে তিনি সেখানে কাজ চালিয়ে যাবেন।

পাকিস্তান দুটি টেস্ট ম্যাচ খেলতে জুলাইয়ে শ্রীলঙ্কা সফর করবে। তারা সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নেবে। আর্থারকে এই সময়ে দলের সঙ্গে পাওয়া যাবে না। তিনি অনলাইনে দলকে পরামর্শ দেবেন। তবে ভারতে এ বছরের বিশ্বকাপ এবং বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরে দলে যোগ দেবেন তিনি।

আর্থার এপ্রিলে লাহোরে আসবেন। তখন পাকিস্তান দল নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে ঘরের মাঠে খেলবে।

Link copied!