ওপারে ইতালিয়ান তারকা ভিয়াল্লি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩, ১০:০৬ পিএম
ওপারে ইতালিয়ান তারকা ভিয়াল্লি

ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে মৃত্যু শোক কাটিয়ে ওঠার আগে আরেকজন কিংবদন্তিকে হারালো ফুটবল দুনিয়া। এবার ওপারে পাড়ি জমিয়েছেন ইতালির অন্যতম সেরা স্ট্রাইকার জিয়ানলুকা ভিয়াল্লি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

২০১৭ সালে অগ্নাশয়ের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন ভিয়াল্লি। এক বছরের মাথায় সুস্থও হয়ে উঠেছিল। দায়িত্ব নিয়েছিলেন ইতালি ফুটবল দলের ম্যানেজমেন্টের।

কিছুদিন আগে আবারও অসুস্থ হয়ে ওঠায় দায়িত্ব ছেড়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) লন্ডনে মারা যান তিনি।

ইতালির জার্সিতে ৫৯ ম্যাচ খেলেছিলেন ভিয়াল্লি। দলটির হয়ে তার গোলসংখ্যা ১৬ টি। এছাড়াও ক্লাব ক্যারিয়ারে সাম্পদোরিয়া, জুভেন্টাস ও চেলসির জার্সিতে খেলেছিলেন। ক্লাব ফুটবলে ৬৭৩ ম্যাচে তার গোল ২৫৯ টি।

২০১৫ সালে তিনি জায়গা পান ইতালীয় ফুটবলের ‘হল অব ফেমে’। ২০১৯ সালে তিনি ইতালির হেড অব ডেলিগেশন হিসেবে দায়িত্ব পান তাঁর বন্ধু কোচ রবার্তো মানচিনির সঙ্গে। ২০২১ সালে ইতালির ইউরোজয়ী দলের অংশ ছিলেন তিনি।

Link copied!