• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ফিফা থেকে কোনো চিঠি পায়নি বাফুফে: সালাউদ্দিন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩, ০৪:৫১ পিএম
ফিফা থেকে কোনো চিঠি পায়নি বাফুফে: সালাউদ্দিন
ছবি: সংগ্রহীত

দিন কয়েক আগে সংবাদমাধ্যে প্রচার হয়েছিল ফিফা থেকে আর্থিক অসঙ্গতির কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কয়েকজন জৈষ্ট্য কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তবে এই সংবাদকে এবার পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার (৯ জানুয়ারি) আচমকাই সংবাদ সম্মেলন ঢাকেন সালাউদ্দিন। সেখানে তিনি দাবি করেন ফিফা থেকে বাফুফেকে কোনো চিঠি দেওয়া হয়নি।

সালাউদ্দিন বলেন, “বাফুফে ফিফা থেকে কোনো চিঠি পায়নি। আমি  এই বিষয়ে কিছু জানি না। ফিফার সঙ্গে আমি যোগাযোগ করেছি। তারা এই বিষয়ে আমাকে কিছু বলেনি।”

এমনকি ফিফার সঙ্গে বাফুফের  অ্যাকাউন্টস মেইনটেনের জন্য যে কনস্যালট্যান্ট নিয়োগ দেওয়ার সংবাদ প্রচার হয়েছিল সেটাও নাকি আরও দুই বছর আগেই দেওয়া হয়েছে বলে জানান তিনি।

“আমরা যেভাবে অ্যাকাউন্টস মেইনটেন করতাম সেটার সঙ্গে ফিফার সামঞ্জস্য করতেই কনসালটেন্ট নিয়োগ দেয় ফিফা” যোগ করেন সালাউদ্দিন।

Link copied!