• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫
কাতার বিশ্বকাপ

পেলের ৬০ বছরের রেকর্ড ভাঙার হাতছানি নেইমারের সামনে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২, ০৮:৪৩ পিএম
পেলের ৬০ বছরের রেকর্ড ভাঙার হাতছানি নেইমারের সামনে
ছবিঃ সংগ্রহীত

দুঃস্বপ্নের মতো বিশ্বকাপ শুরু করেছিলেন নেইমার। প্রথম ম্যাচেই অ্যাঙ্কেলের ইনজুরিতে পুরো ম্যাচ না খেলেই মাঠ থেকে উঠে যেতে হয়েছিল তাকে। এরপর তো গ্রুপ পর্বেই আর খেলতে পারেননি নেইমার।

চোট থেকে সুস্থ হয়ে শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে ফিরেছেন নেইমার। ওই ম্যাচে পেনাল্টি থেকে একটি গোলও করেছেন। যে গোলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে আরেকটু এগিয়েছেন তিনি।

৭৭ গোল নিয়ে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করে আছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। গত ৬০ বছরেও তার রেকর্ড কেউ ভাঙতে পারেনি।

পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার সিংহাসন দখল করতে নেইমারের প্রয়োজন দুই গোল। বর্তমানে নেইমারের গোল সংখ্যা ৭৬। এক গোল করলে স্পর্শ করবেন পেলেকে আর দুই গোল করলে হয়ে যাবেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

আজ রাত ৯টায় ক্রোয়েশিয়ার জার্সিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ব্রাজিল। নেইমার যে ফর্মে আছে তাতে আজকেই পেলেকে ছাড়িয়ে যেতে পারেন তিনি।  

Link copied!