• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ১ জ্বিলকদ ১৪৪৫

পরিবেশ আইন ভেঙে জরিমানার মুখোমুখি নেইমার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৩, ২০২৩, ০১:৩৮ পিএম
পরিবেশ আইন ভেঙে জরিমানার মুখোমুখি নেইমার

এবার বাড়ি বানাতে গিয়ে বিপদে পড়েছেন নেইমার, পেয়েছেন আইনি নোটিশও। ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের রিও ডি জেনিরো রাজ্যে তার প্রাসাদের নির্মাণ বৃহস্পতিবার ‍‍`পরিবেশগত লঙ্ঘনের জন্য‍‍` বন্ধ করার পরে ১ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা করা হয়েছে। জরিমানার কথা কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

মেয়রের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানিয়েছে, রিও ডি জেনিরো থেকে প্রায় ১৩০ কিলোমিটার (৮০ মাইল) দূরে মাঙ্গারাটিবাতে পিএসজি এবং ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়ের বিলাসবহুল বাড়ির কাজ ‍‍`পরিবেশগত অনুমোদন ছাড়াই‍‍` চলছিল।

অননুমোদিত খনন এবং মাটি, পাথর এবং শিলার পাশাপাশি অনুমতি ছাড়াই সৈকতের বালির ব্যবহারও করা হয়েছে। ফুটবলারের বাবা নেইমার দা সিলভা সান্তোস কতৃপক্ষের পরিদর্শনের সময় ঘটনাস্থলে ছিলেন। কর্তৃপক্ষের প্রকাশিত স্থানীয় মিডিয়া দ্বারা পরিচালিত একটি ভিডিওতে কর্মকর্তাদের সাথে তর্ক করতে শোনা যায় তাকে।

নেইমার ১০১৬ সালে সম্পত্তিটি কিনেছিলেন। স্থানীয় মিডিয়া অনুসারে, এটি ১০,০০০ বর্গ মিটার (২.৫ একর) জমির উপর। এবং এতে একটি হেলিপ্যাড, স্পা এবং জিম রয়েছে।

Link copied!