ইডেন গার্ডেনে বৃহস্পতিবার (১১ মে) রাতে স্বাগতিক কলকাতা নাইট রাইডার্সকে হারিয়েছে রাজস্থান। কলকাতা আগে ব্যাট করে ১৫০ রানের লক্ষ্য দেয় রাজস্থানকে। রাজস্থান তা পেরিয়ে গেছে ৪১ বল ও ৯ উইকেট বাকি রেখেই।
একতরফা ম্যাচটি বিশেষ হয়েছিল যুজবেন্দ্র চাহালের জন্য। এ রাতে ৪ উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে গেছেন রাজস্থান রয়্যালসের এ লেগ স্পিনার। একই রকম রেকর্ড গড়েছেন যশস্বী জয়সোয়াল। আইপিএলে দ্রুততম ফিফটির রেকর্ড এখন তার। ছয়টি চার ও ৩ ছক্কায় ভর করে মাত্র ১৩ বলে ৫০ পূর্ণ করেন এ তরুণ। ৪৭ বলে ৯৮ রানের অপরাজিত জয়সোয়ালের ইনিংসে ছিল ১২টি চার ও ৫টি ছক্কা।
গত রাতের ম্যাচটি দুই দলই শুরু করে ১১ ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে। কিন্তু দুই দলের এ জায়গায় আসার রাস্তা ছিল ভিন্ন। শেষ ৪ ম্যাচে ৩ জয় পায় কলকাতা। আর রাজস্থান হেরেছিল শেষ ৬ ম্যাচের ৫টিতেই। রাজস্থান হারের বৃত্ত থেকে বেরোতে পারল। এখন প্লে-অফ ম্যাচ খেলার সমীকরণ কঠিন হবে কলকাতার।