‘পারিবারিক কাজে’ আইপিএল থেকে দেশে ফিরেছেন লিটন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৩, ০৪:২৩ পিএম
‘পারিবারিক কাজে’ আইপিএল থেকে দেশে ফিরেছেন লিটন

গত ৭ এপ্রিল আইপিএল খেলতে ভারতে পাড়ি জমান বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন কুমার দাস। ১৯ দিনের যাত্রা শেষে আজ ২৮ এপ্রিল (শুক্রবার) দেশে ফিরে আসেন তিনি।

কলকাতা নাইট রাইডার্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিটন আজ দেশে ফিরে এসেছেন। যদিও জাতীয় দলের সিডিউল থাকার কারণে আগেভাগেই আসতে হতো তাকে। তবে আরও লম্বা সময় আইপিএলে থাকার সুযোগ পেয়েছিলেন তিনি।

প্রাথমিকভাবে জানা যায়, পারিবারিক কাজে দেশে ফিরেছেন লিটন। ১৯ দিনের আইপিএল সফরে মাত্র ১ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন দেশের এই ক্রিকেট তারকা। সেই ম্যাচে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। মাত্র ৪ রানেই ফিরতে হয় প্যাভিলিয়নে। এরপর অবশ্য আর একাদশে সুযোগ মেলেনি এই ২৮ বছর বয়সী তারকার।

Link copied!