সমঝোতার ভিত্তিতে এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। তার জায়গায় ইংলিশ ব্যাটার জেসন রয়কে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। রয় দলে আসায় কলকাতার আরেক বাংলাদেশি ব্যাটার লিটন দাসের ম্যাচ পাওয়া নিয়ে সন্দিহান ক্রিকেটপ্রেমীরা।
লিটন এখনও বাংলাদেশেই আছেন। সর্বশেষ খবর অনুযায়ী রোববার (৯ এপ্রিল) তার ভারতে যাওয়ার কথা। তবে তার আগেই কলকাতা শিবিরে যোগ দিলেন রয়।
ফ্র্যাঞ্জাইজিটির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে রয়ের যোগদানের খবরটি নিশ্চিত করা হয়েছে। সেখানে অভ্যর্থনা জানিয়ে লেখা হয়, “আপনারা এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন, আমরা জানি। স্বাগতম, রয়’দা।”
সাকিব ছাড়াও নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ারকে পাচ্ছে না কলকাতা। ফলে একজন বাড়তি ব্যাটার দলে ভিড়িয়েছে তারা। সব ম্যাচে পাওয়া যাবে এমন দিক বিবেচনা করে রয়কেই তাদের সবচেয়ে সেরা পছন্দ মনে হয়েছে।
আসরে এখন পর্যন্ত দুই ম্যাচে মাঠে নেমেছে কলকাতা। প্রথম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে হারলেও দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে স্রেফ উড়িয়ে দিয়েছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।