• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

সব ধরনের ক্রিকেটকে বিদায় মরগানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৩, ১২:৩৫ পিএম
সব ধরনের ক্রিকেটকে বিদায় মরগানের

ইংল্যান্ডের সাবেক সাদা বলের অধিনায়ক ইয়ন মরগান সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ৩৬ বছর বয়সী সোমবার এই ঘোষণা দেন। এর আগে তিনি আন্তর্জাতিক আসর থেকে অবসর নিয়েছেন।

মরগান তার ক্রিকেটীয় ক্যারিয়ার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ২০১৯ সালে ইংল্যান্ড দল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। এই টুর্নামেন্টে দেশের মাটিতে নেতৃত্ব দিয়েছিলেন মরগান।

হার্ড-হিটিং ব্যাটার ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক হিসেবে দুর্দান্ত সময় কাটিয়েছেন। ১২৬টি ওয়ানডে এবং ৭২টি টি-টোয়েন্টিতে দলকে মোট ১১৮টি জয় পাইয়ে দিয়েছেন তার নেতৃত্বে।

টুইটারে এক বিবৃতিতে মরগান বলেছেন, "অনেক চিন্তা-ভাবনার পর আমি মনে করি যে, ক্রিকেট থেকে দূরে সরে যাওয়ার এখনই সঠিক সময়। ক্রিকেট আমাকে অনেক বছর ধরে অনেককিছু দিয়েছে।"

মরগানের ২০০৩ সালে ১৬ বছর বয়সে আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে সংস্করণে অভিষেক ঘটে। তিনি ২০০৯ সালে ইংল্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন। ক্যারিয়ারে ২৪৮টি ওয়ানডে এবং ১১৫ টি টি-টোয়েন্টিতে তার মোট ১০,১৫৯ রান।    

Link copied!