ভারতের বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট খেলতে পারবে না মিচেল স্টার্ক। আনুষ্ঠানিকভাবে নাগপুরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। তবে বুধবার চার টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি। যেখানে চারজন স্পিনার রয়েছেন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের সময় স্টার্ক আঙুলে চোট পেয়েছিলেন এবং সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট থেকে বাদ পড়েছিলেন। অস্ট্রেলিয়ার নির্বাচকরা বুধবার নিশ্চিত করেছেন যে, তিনি ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট খেলার উপযুক্ত না। দিল্লিতে দ্বিতীয় টেস্টে স্টার্ক দলে যোগ দেবেন।
আগেই অনুমেয় ছিল, নির্বাচকরা নাথান লায়ন, অ্যাশটন অ্যাগার, মিচেল সুইপসন এবং মারফিসহ চার স্পিনারের নাম দলে যুক্ত করেছেন। স্কোয়াডে কোনো ব্যাকআপ উইকেটরক্ষক নেই যার মানে অ্যালেক্স ক্যারি ইনজুরিতে পড়লে পিটার হ্যান্ডসকম্বই হবে একমাত্র বিকল্প।
অজি বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, "সিডনিতে ফিরে আসার পর অ্যাশটন আগার মুগ্ধ করে চলেছেন এবং আমরা বিশ্বাস করি বাঁহাতি স্পিন ভারতীয় কন্ডিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"
অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুসচেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড,ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, অ্যাশটন অ্যাগার, নাথান লিয়ন, মিচেল সুইপসন, টড মারফি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড ও ল্যান্স মরিস।