আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের কাতার বিশ্বকাপের গৌরব স্মরণীয় করে রাখতে একটি উদ্যোগ নিয়েছে। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক এবংপিএসজি খেলোয়াড় লিওনেল মেসির ছবি আর্জেন্টিনা পেসোতে রাখার প্রস্তাব পর্যালোচনা করছে।
মেক্সিকান জাতীয় দৈনিক পত্রিকা এল ফিনান্সিরোর মতে, সেন্ট্রাল ব্যাংকের কর্মকর্তারা কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দলের ঐতিহাসিক জয় উদযাপনের বিকল্প পথ নিয়ে ভাবছে। ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ের পর স্মারক বাণিজ্যিক মুদ্রা ছাড়া হয়েছিল। এবারও মেসির ছবি দিয়ে তেমন পরিকল্পনা করছে দেশটি।
সেন্ট্রাল ব্যাংকের কাছে ১০০০ পেসোর নোটে মেসির ছবি ছাপানোর চিন্তা ভাবনা চলছে। যেখানে মেসির নাম ও স্বাক্ষর থাকবে এক পাশে। এছাড়া থাকবে কোপা আমেরিকার শিরোপা জয়ের উচ্ছ্বাসের ছবিও।
লিওনেল মেসিদের বিশ্বকাপ শিরোপা জয় অনেক উত্থান-পতনের ভেতর দিয়ে এসেছিল। ফুটবল বিশেষজ্ঞরা মেসির আর্জেন্টিনাকে বেশি সম্ভাবনায় না রেখে ব্রাজিল, ইংল্যান্ড এবং ফ্রান্সের মতো দলকে ফেবারিট হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিলেন। সৌদি আরবের কাছে হেরে যাওয়া আর্জেন্টিনার গ্রুপ পর্বের ফলাফল কিছুটা হলেও ফুটবল বিশেষজ্ঞদের সঠিক প্রমাণ করেছিল।
তবে এই ধাক্কার পরই ঘুরে দাঁড়ায় আর্জেন্টিনা। টুর্নামেন্টের বাকি সব ম্যাচ জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলে লাতিন আমেরিকার দেশটি।