নেদারল্যান্ডসের স্ট্রাইকার মেমফিস ডিপাই স্প্যানিশ লিগের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছেন। কাতালান ক্লাব শুক্রবার বলেছে যে, খেলোয়াড়কে বিক্রি করার জন্য দুই দলই একটি চুক্তিতে পৌঁছেছে। ডিপাই ইতিমধ্যেই বার্সেলোনার অনুমতি নিয়ে অ্যাথলেটিকোর সঙ্গে প্রশিক্ষণে যোগ দিয়েছেন।
বার্সেলোনা বলেছে যে, অ্যাথলেটিকো খেলোয়াড়কে নিতে ৩ মিলিয়ন ইউরো দিতে রাজি হয়েছে। খেলোয়াড়ের সঙ্গে আগামী আড়াই বছরের জন্য অ্যাথলেটিকোর চুক্তি হয়েছে। চুক্তির অংশ হিসেবে, বার্সেলোনা ভবিষ্যতে উইঙ্গার ইয়ানিক ক্যারাস্কোকে কিনতে পারবে যদি উভয়পক্ষ চুক্তিতে সম্মত হয়।
২৮ বছর বয়সী ডিপাই তখনকার কোচ রোনাল্ড কোম্যানের অনুরোধে লিয়ন থেকে ২০২১ সালে বার্সেলোনায় যোগ দেন। তিনি একজন নিয়মিত স্টার্টার ছিলেন কিন্তু গত মৌসুমের মাঝপথে জাভি কোয়েম্যানের কারণে তিনি সুযোগ হারিয়েছেন। গত গ্রীষ্মে রবার্ট লেভানদোভস্কি এবং রাফিনহার বার্সেলোনায় যোগ দেওয়ার পর মাঠে তার উপস্থিতি একপ্রকার ছিলই না।
বার্সেলোনা তাদের ক্লাবের আর্থিক দুরবস্থা ও ঋণ কমানোর জন্য ভারী বেতন কমানো ও খেলোয়াড়দের সঙ্গে চুক্তির মাধ্যমে লাভবান হচ্ছে।