ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) প্রধান নোয়েল লে গ্রেট ফ্রেঞ্চ সাবেক তারকা জিনেদিন জিদানকে "অসম্মানজনক" মন্তব্য করেছেন। দেশের অন্যতম সেরা তারকা কিলিয়ান এমবাপে এই অপমানের জবাব দিয়েছেন।
রোববার জিনেদিন জিদানের বিষয়ে ফরাসি ফুটবল ফেডারেশন প্রধান রেডিওতে দেওয়া একটি সাক্ষাৎকারে অসম্মানজনক কথা বলেন। এই মন্তব্যে এমবাপে বেশ রাগান্বিত হয়েছেন এবং পিএসজি সুপারস্টার বিশ্বকাপ বিজয়ীকে "কিংবদন্তি" বলে আখ্যায়িত করেছেন।
সম্প্রতি ফ্রান্স কোচ দিদিয়ের দেশমের সঙ্গে ২০২৬ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করে দেশটির ফেডারেশন। শনিবার দেশম ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। শোনা যাচ্ছিল, জিদান হতে যাচ্ছেন সম্ভাব্য কোচ। ফেডারেশন প্রধানকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি তাচ্ছিল্যের সাথে জবাব দেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, জিদান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করতে ফোন করেছিলেন কী না।
তিনি বলেন, "জিনেদিন জিদান! আমি তার ফোনকল ধরতাম না। তাকে কী বলব? হ্যালো স্যার, চিন্তা করবেন না। অন্য ক্লাবের সন্ধান করুন, আমি দিদিয়েরের সাথে চুক্তিতে রাজি হয়েছি।"
ফেডারেশন প্রধানের এই মন্তব্যের পর এক টুইট বার্তায় এমবাপে লেখেন, "জিদান মানেই ফ্রান্স। আমরা কিংবদন্তিকে এভাবে অসম্মান করতে পারি না।"
ফরাসি ক্রীড়ামন্ত্রী অ্যামেলি ওউদিয়া-কাস্তেরাও এই মন্তব্যের প্রতিবাদ জানিয়েছেন। লে গ্রেটের কাছে তার মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেছেন তিনি।