• ঢাকা
  • সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৫

রিয়ালের জার্সিতে প্রথম অনুশীলন করলেন এমবাপে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪, ০১:২৯ পিএম
রিয়ালের জার্সিতে প্রথম অনুশীলন করলেন এমবাপে
রিয়ালের অনুশীলন শিবিরে সতীর্থদের সঙ্গে এমবাপে। ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে রিয়াল মাদ্রিদ তৈরি হচ্ছে সুপার কাপ ফুটবল আসরের জন্য। এই সফরে ছুটিতে থাকা বেশ কয়েকজন ফুটবলার ফিরলেন নিয়মিত অনুশীলনে।

যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপেও। প্রথমবারের মতো মাদ্রিদের জার্সিতে অনুশীলন করতে দেখা গেছে ফরাসি এই তারকাকে। 

প্রাক-মৌসুম ম্যাচগুলোতে ছুটিতে ছিলেন এমবাপে, অরিলিয়ে চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফারলান মেন্দি। বুধবার অনুশীলনে সবাইকেই দেখা যায়। আগামী সপ্তাহে আতালান্তার বিপক্ষে সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে কার্লো আনচেলত্তির দল। শিরোপা জয়ের লড়াইয়ে প্রস্তুত হওয়ার জন্যই গা গরমে যোগ দিয়েছেন সবাই। 

এদিকে অনুশীলনে সবার চোখ ছিল এমবাপের ওপর। নানা নাটকীয়তার পর তিনি যোগ দিয়েছেন লস ব্লাঙ্কোস শিবিরে। জাকজমকপূর্ণ এক প্রেজেন্টেশনের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয় কয়েকদিন আগে। অবশেষে যোগ দিলেন অনুশীলনেও। যদিও আনচেলত্তি দেখবেন তিনি সম্পূর্ণ ফিট কিনা। তার আগে ফরাসি এই তারকাকে খেলানোর কথা ভাবছেন না রিয়াল কোচ। 

Link copied!