জাতীয় দল থেকে অবসর নেননি মাশরাফী বিন মোর্ত্তজা। তবে `অনানুষ্ঠানিক বিদায়` নিয়েছেন অনেক আগেই। জাতীয় দলে না খেললেও ঘরোয়া লিগ খেলছেন নিয়মিত। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আছেন সিলেট স্ট্রাইকার্সে, তিনি দলের অধিনায়কও। তবে মাশরাফীর বাবা গোলাম মুর্তজা চান ছেলেকে বিসিবিতে দেখতে।
এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছে সিলেট। চার ম্যাচের চারটাতেই জয় তুলে নিয়েছে তারা। গত কাল দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ডমিনেটরসকে হারিয়ে চতুর্থ জয় পেয়েছে দলটি।
মাশরাফীকে বিসিবিতে দেখতে চাওয়ার চাহিদা পুরনো। নানান সময়েই বাংলাদেশ ক্রিকেটের সফল এই অধিনায়ককে বিসিবিতে চেখতে চেয়েছেন ক্রিকেটপ্রেমীরা। এবার ক্রিকেটারের বাবাও জানালেন, তিনিও চান ছেলে বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব নিক।
মাশরাফীর বাবা বলেন, "আমরা চাই সে যেটা ভালো জানে ভালো পারে, সেটাই করুক। বিসিবিতে সে অনেক ভালো করতে পারবে। যদিও এটা অন্য সিদ্ধান্ত। আমি আমার জায়গা থেকে বুঝব না। তবে সে ১৮-১৯ বছর ধরে ক্রিকেট খেলেছে, অনেক কিছুই বোঝে। আমার শতভাগ বিশ্বাস, সে বিসিবিতে দারুণ কিছু করতে পারবে।"