• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৭ জ্বিলকদ ১৪৪৫

মৌসুমে ম্যানইউ’র চতুর্দশ হারে ১৯৩০-৩১ এর হাতছানি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৩, ১২:৪৯ পিএম
মৌসুমে ম্যানইউ’র চতুর্দশ হারে ১৯৩০-৩১ এর হাতছানি
ম্যানচেস্টার ইউনাইটেডের জালে বল পাঠাচ্ছে নটিংহ্যাম। ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯টি ম্যাচ হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ১০ দলের কেউই এত বেশি ম্যাচ হারেনি। লিগ ও অন্য আসর মিলিয়ে চলতি মৌসুমে মোট ১৪টি ম্যাচে হেরেছে এরিক টেন হ্যাগের শিষ্যরা। মৌসুমের এই হারের অংক ৯৩ বছর আগের ভয়াবহ স্মৃতির কথা মনে করিয়ে দিচ্ছে দলটিকে। 

শনিবার রাতে ঘরের মাঠে নটিংহ্যাম ফরেস্টের কাছে ২-১ গোলে হেরেছে ইংল্যান্ডের তারকাসমৃদ্ধ দল ইউনাইটেড।

১৯৯৪ সালের পর প্রিমিয়ার লিগের খেলায় প্রথমবারের মতো ইউনাইটেডকে হারানোর রেকর্ড করলো নটিংহ্যাম। দলের হয়ে গোল করেছেন নিকোলাস ডোমিনগেজ (৬৪ মিনিটে) ও মর্গান জিবস হোয়াইট (৮২ মিনিটে)।

ম্যাচের ৭৮ তম মিনিটে গোল করে দলতে সমতায় ফিরিয়েছিলেন মার্কাস র্যাশফোর্ড। এরপর জিবস হোয়াইটের গোলে এগিয়ে যায় নটিংহ্যাম। সেই গোল আর শোধ করতে পারেনি ইউনাইটেড।
ইংলিশ লিগের পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে ইউনাইটেড। তাদের পয়েন্ট ৩১। অপরদিকে ২০ পয়েন্ট নিয়ে তালিকার নীচ থেকে সপ্তম অবস্থানে রয়েছে নটিংহ্যাম।
উল্লেখ্য, ১৯৩০-৩১ মৌসুমে ২১টি ম্যাচ হেরেছিল ইউনাইটেড দল। ৯৩ বছর আগের অবস্থায় চলে যেতে পারে দলটি। কারণ, এখনো মৌসুমের অনেক খেলা বাকি। 

Link copied!