• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

বিশ্বকাপ জিতে রেকর্ডের অপেক্ষায় লরিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৮:০৪ পিএম
বিশ্বকাপ জিতে রেকর্ডের অপেক্ষায় লরিস

রাশিয়ায় ফ্রান্সের অধিনায়ক হিসেবে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেছিলেন হুগো লরিস। অধিনায়ক হিসেবে টানা দ্বিতীয়বার শিরোপা উঁচিয়ে ধরার দ্বারপ্রান্তে তিনি। শেষ পর্যন্ত লরিস শিরোপা উঁচিয়ে ধরতে পারলে তা হবে রেকর্ড। কারণ, এখন পর্যন্ত কোনো অধিনায়ক টানা দুই মৌসুমে শিরোপা জিততে পারেনি।

বাংলাদেশ সময় রোববার (১৮ ডিসেম্বর) রাত ৯টায় দোহার লুসাইল আইকনিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও আর্জেন্টিনা। অধিনায়ক টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল খেলতে নামছেন লরিস। প্রথমবার মাঠে নেমেই শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন। দ্বিতীয়বার পেলে উঠে যাবেন রেকর্ডবুকে।

ইতালি ও ব্রাজিল টানা দুইবার শিরোপা জয়ের স্বাদ পেলেও তাদের অবশ্য দুইবারই ছিল ভিন্ন ভিন্ন অধিনায়ক। ফ্রান্স টানা দ্বিতীয়বার ফাইনাল খেলার সময়ও একই অধিনায়কের অধীনে খেলতে নামবে। তাই অধিনায়ক হিসেবে দ্বিতীয় শিরোপা জয়ের একদম দ্বারপ্রান্তে তারা।

কাতার বিশ্বকাপ চলাকালেই কিংবদন্তি লিলিয়ান থুরামকে টপকে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড নিজের দখলে নিয়েছেন হুগো লরিস। কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরুদ, আন্তেনিও গ্রিজম্যানদের কল্যাণে এখনও খুব বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি তাকে।

Link copied!