• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

‘মানকাডিং’ আউটে লিটনের উদারতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৭:৫৭ পিএম
‘মানকাডিং’ আউটে লিটনের উদারতা
মানকাডিং আউট হবার পর সোধিকে ফিরিয়ে এনে বাংলাদেশের উদারতা। ছবি : সংগৃহীত

ক্রিকেটে মানকাডিং আউট নিয়ে রয়েছে আলোচনা-সমালোচনা। এবার সেই আউটের বিষয়ে অনন্য নজির স্থাপন করল বাংলাদেশ। নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ইশ সোধিকে মানকাডিংয়ের ফাঁদে ফেলেও উইকেট ফিরিয়ে দিল টাইগাররা।

৪৫ তম ওভারের তৃতীয় বল করার আগে থেমে যান হাসান। স্ট্রাইক পজিশনে লকি ফার্গুসন আর নন-স্ট্রাইকে ইশ সোধি। ওভারের চতুর্থ বলটি করতে এসে হাসান খেয়াল করলেন বল ডেলিভারির আগেই ক্রিজ ছাড়ছেন সোধি। সুযোগ বুঝে তাই মানকাড করলেন হাসান। ফিল্ড আম্পায়ার ইরাসমাস সিদ্ধান্তের ভার দিলেন তৃতীয় আম্পায়ের কাঁধে। মাঠের জায়ান্ট স্ক্রিনে সিদ্ধান্ত ভেসে ওঠে ‍‍`আউট‍‍`। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে মানকাডিং করলেন এই ডানহাতি পেসার।

সোধিকে মানকাড আউট করার মুুহূর্ত। ছবি : সংগৃহীত

হতাশ হয়ে সাজঘরের দিকে হাঁটেন সোধি। এমন সময় আম্পায়ার ইরাসমাসের সঙ্গে আলাপ করেন টাইগার অধিনায়ক লিটন দাস, সঙ্গে ছিলেন বোলার হাসান মাহমুদও। নিজেদের সিদ্ধান্ত বদলে সোধিকে আবার ফিরে আসার আহ্বান জানান লিটনরা। এমন সময় মাঠে দেখা যায় একটা মধুর দৃশ্য। সোধি দৌঁড়ে ছুটে আসেন হাসানের দিকে। ব্যাট, হাতের গ্লাভস ছুড়ে জড়িয়ে ধরেন হাসানকে। শেষ পর্যন্ত ৪৯.২ ওভারে সোধি আউট হন খালেদ মাহমুদের বলে। আর নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০ উইকেট হারিয়ে ২৫৪ রানে।

Link copied!