• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,

বর্ণবাদের বিরুদ্ধে লা লিগার আইনি ব্যবস্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ১২:৪৩ পিএম
বর্ণবাদের বিরুদ্ধে লা লিগার আইনি ব্যবস্থা

ফুটবল মাঠে বর্ণবাদী আচরণ নতুন নয়। রিয়াল মাদ্রিদের গত শুক্রবারের ম্যাচে রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে মাঠে নেমেছিল ভিনিসিয়ুস জুনিয়র। সেই ম্যাচেই তিনি বর্ণবাদের শিকার হন।

ভিডিওতে দেখা যায়, বদলি হয়ে মাঠ থেকে চলে যাওয়ার সময় ভিনিসিয়ুসকে উদ্দেশ করে অশালীন মন্তব্য ও বিভিন্ন দ্রব্যাদি ছুড়ে মারা হচ্ছে। এই ঘটনার পর ক্ষুব্ধ ব্রাজিলিয়ান জানিয়েছিলেন, লা লিগা বর্ণবাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

তবে ভিনিসিয়ুসের এই মন্তব্য অস্বীকার করেছে লা লিগা কতৃপক্ষ। ভাইয়াদলিদের ম্যাজিস্ট্রেট আদালতে ঘৃণামূলক অপরাধের জন্য একটি ফৌজদারি অভিযোগ দায়ের করেছে লা লিগা। প্রকাশিত ছবি এবং অডিও ক্লিপ তদন্তের জন্য সংগ্রহ করা হয়েছে।

এ ছাড়া লা লিগা স্টেডিয়ামের অভ্যন্তরে এবং বাইরে যেকোনো ধরনের সহিংসতা, বর্ণবাদ বা জেনোফোবিয়া নির্মূল করার জন্য তাদের চলমান প্রচেষ্টা বাড়াবে। বর্ণবাদী আচরণের ঝুঁকি আছে এমন ম্যাচগুলোতে লা লিগা অফিসারদের সংখ্যা বাড়াবে যাতে এই ধরনের আচরণ শনাক্ত করা যায়। এ ছাড়া বর্ণবাদের বিরুদ্ধে স্টেডিয়ামগুলোর স্ট্যান্ডে বার্তা প্রচার করা হবে।

Link copied!