পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান ও দেশটির সাবেক টেস্ট ক্রিকেটার ইজাজ বাট আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভুগে লাহোরে বৃহস্পতিবার ৮৫ বছর বয়সে মারা গেছেন তিনি। বাটের মৃত্যুতে শোক প্রকাশ করে তার পরিবাররের প্রতি সমবেদনা জানিয়েছে পিসিবি।
২০০৮ সালে ৭০ বছর বয়সে পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন বাট। দায়িত্বে ছিলেন ২০১১ সাল পর্যন্ত। খেলোয়াড়ি জীবনে বাট ছিলেন কিপার-ব্যাটসম্যান। ১৯৫৯ থেকে ১৯৬২ পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮ টেস্ট খেলে ২৭৯ রান করেন তিনি। ফিফটি ছিল একটি।
৬৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরিতে তার রান চার হাজারের কাছাকাছি। খেলা ছাড়ার পর জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবেও কাজ করেন তিনি।