• ঢাকা
  • শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

উইকেট বাঁচানো বাংলাদেশের শেষ বিকেল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৫:২১ পিএম
উইকেট বাঁচানো বাংলাদেশের শেষ বিকেল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৪০৪ রানের বিপরীতে বাংলাদেশ থামে ১৫০ রানে।

বাংলাদেশের প্রথম ইনিংসে সর্বোচ্চ রানই মাত্র ২৮। মুশফিকুর রহিমের এই ইনিংসের পর ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফর্ম করা মেহেদি হাসান মিরাজের ব্যাট আশা দেখায়। তবে তিনিও প্রত্যাশা পূরণ করতে পারেননি।  মাত্র ২৫ রানেই আক্সার প্যাটেলের বলে প্যাভিলিয়নে ফেরত যান। বাংলাদেশের ইনিংসও থামে ১৫০ রানে।

ফলোঅন এড়াতে না পারলেও ভারতই দ্বিতীয় ইনিংসে আবার ব্যাট করতে নামে। সুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ভর করে ২ উইকেট হারিয়ে ২৫৮ রান করেই ইনিংস ঘোষণা করে ভারত। জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল ৫১৩ রান।

বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান দ্বিতীয় ইনিংসের শুরুটা দারুণ করেন। তৃতীয় ও শেষ সেশনে বাংলাদেশ বিনা উইকেটে ১২ ওভার মোকাবেলা করে । শান্ত ২৫ ও জাকির ১৭ রান নিয়ে অপরাজিত থেকে চতুর্থ দিন শুরু করবেন। 

Link copied!