• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬

গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৩, ০৬:৪৩ পিএম
গিলের ডাবল সেঞ্চুরিতে ভারতের রানের পাহাড়
ছবি: সংগ্রহীত

বাকিদের যেখানে কেউ ফিফটিও করতে পারেননি সেখানে একাই ডাবল সেঞ্চুরি করেছেন ভারতীয় ব্যাটার শুভমন গিল। কিউই বোলারদের উপর রীতিমতো টর্নেডো চালিয়েছেন তিনি। গিলের ২০৮ রানের ইনিংসের উপর ভর করে নিউজিল্যান্ডকে ৩৫০ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে ভারত।

বুধবার (১৮ জানুয়ারি) নিউজল্যান্ডের বিপক্ষে ভারত প্রথম উইকেত হারায় দলীয় ৬০ রানে। ব্যক্তিগত ৩৪ রান করে ফিরে যান ভারত অধিনায়ক রোহিত শর্মা।

আগের চার ম্যাচে তিন সেঞ্চুরি করা বিরাট কোহলি এদিন ইনিংস বড় করতে ব্যর্থ। ফিরলেন মাত্র আট রানে। চার নম্বরে নামা ইশান কিষানও ফিরলেন দ্রুতই। তবে ততক্ষণে আসন্ন টর্নেডোর পূর্বাভাস দেওয়া শুরু করেছেন আরেক ভারতীয় ওপেনার শুভমন গিল।

দ্রুত দুই উইকেট হারানোর পর সূর্যকুমার যাদবকে নিয়ে প্রথমে ও হার্দিক পান্ডিয়া নিয়ে এরপর জুটি গড়েন গিল। তবে সূর্য বা হার্দিক তাদের কেউই ইনিংস বড় করতে পারেনি।

তবে অন্যরা যেখানে আসা যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন অন্যপ্রান্তে রীতিমতো কিউই বোলারদের উপর নির্বিচারে ব্যাট হাতে ঝড় চালানো শুরু করেছেন। ৮৭ বলে সেঞ্চুরি করা গিল এদিন ডাবল সেঞ্চুরি করেছেন ১৪৫ বলে। সেটাও আবার তার আগে টানা তিন ছক্কা হাঁকিয়ে।

শেষ পর্যন্ত  ব্যাট থেকে ১৪৯ বলে ১৯ চার ও ৯ ছক্কায় ২০৮ রানে থেমেছেন গিল। তার ঝড়ে ৫০ ওভার শেষে ৩৪৯ রানের সংগ্রহ পেয়েছে ভারত। 

Link copied!