• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এশিয়া কাপের আগে দুশ্চিন্তা ভারতীয় দলে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ২৬, ২০২৩, ০২:২৬ পিএম
এশিয়া কাপের আগে দুশ্চিন্তা ভারতীয় দলে

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হেরে সমালোচনার মুখে ভারতীয় দল। সেই সমালোচনাকে পেছনে ফেলে এশিয়া কাপ ও বিশ্বকাপের শিরোপাতে চোখ দলটির। তবে এশিয়া কাপের আগে দুঃসংবাদ ইনজুরিতে ভুগছেন ভারতীয় তারকা ব্যাটার।

চোটের কারণে অনেকদিন থেকেই খেলার বাইরে আছেন ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহ। সড়ক দুর্ঘটনায় ছিটকে গেছেন রিসভ পন্ত। এবার ভারতের অন্যতম তারকা ব্যাটার শ্রেয়াস আইয়ারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত দল। এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপেও এই তারকাকে দলে পাওয়া নিয়ে শঙ্কায় বিসিসিআই।

পিঠের চোটের কারণে আইপিএলে খেলা হয়নি আইয়ারের। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, সেই চোট এখনো কাটিয়ে উঠতে পারেনি এই তারকা ব্যাটার। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) চিকিৎসা নিচ্ছেন তিনি। এনসিএর একটি সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে , আইয়ারের পিঠের চোট গুরুত্বর হওয়ায় আসন্ন এশিয়া কাপ প্রায় অনিশ্চিত।

ভারতে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ ম্যাচে চোটে পড়েন আইয়ার। চোটের কারণে খেলতে পারেনি আইপিএল। আইপিএলের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলা হয়নি আইয়ারের। এবার এশিয়া কাপ নিয়েও দুশ্চিন্তার কালো মেঘ কাটছে না।

চলতি বছর সেপ্টেম্বরে এশিয়া কাপের পর অক্টোবরে নিজেদের মাটিতে বিশ্বকাপ খেলতে নামবে রোহিত শর্মার দল। তাই এশিয়া কাপের পাশাপাশি বিশ্বকাপ দলেও থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে শ্রেয়াস আইয়ারের। 

Link copied!