• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস হেরে ব্যাটিংয়ে ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১০, ২০২২, ০১:৩৯ পিএম
টস হেরে  ব্যাটিংয়ে ভারত

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে মুখোমুখি হয়েছে ভারত ও ইংল্যান্ড। টস জিতে এ ম্যাচে প্রথমে বোলিং  করবে ইংল্যান্ড। ।

এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ড ও ভার‍ত তিনবার মুখোমুখি হয়েছে। যেখানে ভারতের দুই জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় এক ম্যাচে।

 মজার বিষয় হচ্ছে, অ্যাডিলেডে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে টস জিতে এখন কোনো দলই ম্যাচ জিততে পারেনি। ফাইনালে ওঠার লড়াইয়ে এ ম্যাচে পেসার মার্ক উড ও ব্যাটার ডেভিড মালানকে পাচ্ছে না ইংল্যান্ড। ইনজুরি তাদের ছিটকে দিয়েছে একাদশ থেকে। তাদের জায়গায় ইংলিশ একাদশে এসেছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান।

অন্যদিকে ভারতের একাদশেও এ ম্যাচে পরিবর্তন আনা হয়েছে। উইকেটরক্ষক দীনেশ কার্তিকের জায়গায় একাদশে ফিরেছেন আরেক উইকেটরক্ষক ঋষভ পান্থ।

ভারত একাদশঃ কে এল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীচন্দ্রন অশ্বীন, মোহাম্মদ শামী, ভুবনেশ্বর কুমার, অর্শদ্বীপ সিং।

ইংল্যান্ড একাদশঃ জস বাটলার (অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারেন, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, আদিল রশিদ। 

Link copied!