ভারতের ঋষভ পান্ত এবং জাসপ্রিত বুমরাহর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা আছেন ইনজুরিতে। তাই সাবেক অস্ট্রেলিয়ান খেলোয়াড় এবং ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেল মনে করেন, অস্ট্রেলিয়া আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজ জিততে পারে।
ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার সময় আঘাত পেয়েছেন পান্ত। চোট থেকে সেরে না ওঠার কারণে উইকেটরক্ষক কাম ব্যাটার পান্ত বছরের বেশিরভাগ সময়ের সিডিউল থেকেই বাদ পড়েছেন। ভারতীয় পেস বোলার বুমরাহ পিঠের চোটের কারণে প্রথম দুই টেস্টে ভারতীয় দলে জায়গা পাননি।
চ্যাপেল বলেন, "অস্ট্রেলিয়া এই সিরিজ জিততে পারে। পান্ত, রবীন্দ্র জাদেজা এবং জাসপ্রিত বুমরাহর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরির কারণে এই সিরিজে ঘরের মাঠে ভারত অপেক্ষাকৃত বেশি দুর্বল । তারা বিরাট কোহলির ওপর অনেক বেশি নির্ভর করবে।"
তবে অলরাউন্ডার জাদেজা হাঁটুর চোট থেকে সুস্থ হয়ে গত মাসে রঞ্জি ট্রফিতে ফিরেছেন। বৃহস্পতিবার নাগপুরে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলে আছেন।