• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষে, বাংলাদেশ চার নম্বরে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১০, ২০২৪, ০৫:৫৬ পিএম
টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত শীর্ষে, বাংলাদেশ চার নম্বরে
ছবি: প্রতীকী

ইংল্যান্ডকে টেস্ট সিরিজে ৪-১ ব্যবধানে হারানোর ইতিবাচক ফল পেয়েছে ভারত। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে নিউজিল্যান্ডকে টপকে সবার উপরে উঠে গেছে রোহিত শর্মার দল। বাংলাদেশ আগের অবস্থান অর্থাৎ চার নম্বরেই রয়েছে। 

ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সর্বশেষ ৭ মার্চ থেকে শুরু হওয়া সিরিজের ফাইনাল টেস্ট ধর্মশালায় ইংলিশদের ইনিংস ব্যবধানে হারায় রোহিতরা। এতে নিউজিল্যান্ডের চেয়ে ৮.৫১ শতাংশ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে উঠেছে ভারত।

র‌্যাংকিংয়ে ভারতের শতাংশ পয়েন্ট ৬৮.৫১ এবং নিউজিল্যান্ডের ৬০.০০। ৫৯.০৯ পয়েন্ট শতাংশ নিয়ে তৃতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। এরপর ৫০.০০ শতাংশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বাংলাদেশ। 

পাঁচ নম্বরে থাকা পাকিস্তানের পয়েন্ট শতাংশ ৩৬.৬৬, ষষ্ঠস্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের ৩৩.৩৩, দক্ষিণ আফ্রিকার ২৫.০০, অষ্টম স্থানের দল ইংল্যান্ডের ১৭.৫। শ্রীলঙ্কা দুই টেস্ট খেলে দুটিতেই পরাজিত হওয়ায়, তাদের কপালে এখনো কোনো পয়েন্ট জোটেনি। তবে বাংলাদেশের সঙ্গে আসন্ন দুই টেস্টের সিরিজে একটি জয় পেলেই লঙ্কানদের পয়েন্ট শতাংশ যোগ হবে। আবার বাংলাদেশ একটি বা দুটিতে জয় পেলে তাদেরও পয়েন্ট শতাংশ বাড়বে।

এদিকে, পয়েন্ট টেবিলের অবস্থান নড়চড় হতে পারে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রাইস্টচার্চ টেস্ট শেষ হওয়ার পর।  

 

Link copied!