• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

কলকাতায় শুরু হচ্ছে প্রথম থ্রিলার লিট ফেস্ট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৮, ২০২৪, ০৯:২৯ এএম
কলকাতায় শুরু হচ্ছে প্রথম থ্রিলার লিট ফেস্ট
কলকাতায় শুরু হচ্ছে প্রথম থ্রিলার লিট ফেস্ট

কলকাতার কলেজ স্কোয়ারের অভিযান বুক ক্যাফেতে শুরু হচ্ছে ‘প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্ট ২০২৪’।

শনিবার (১৮ মে) বিকেল ৪টায় অভিযান বুক ক্যাফেতে শুরু হবে আট দিনব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান।

আট দিনব্যাপী এ ফেস্ট শেষ হবে আগামী ২৫ মে।

আয়োজক প্রতিষ্ঠান অভিযান পাবলিশার্সের পক্ষ থেকে জানানো হয়েছে মোট ২২টি পর্বে শতাধিক লেখক-প্রকাশক-বইপ্রেমী ও গবেষক আলোচক হিসেবে অংশ নেবেন এই উৎসবে।

উৎসবের উদ্বোধনী দিনে তিনটি পর্ব অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের বিষয় ‘প্রিয়নাথদারোগা থেকে মোহাম্মদ নাজিম উদ্দিন : বাংলা থ্রিলারের আদি থেকে সমকাল’। আলোচক হিসেবে থাকবেন সুমিতা চক্রবর্তী, প্রচেত গুপ্ত, শুদ্ধসত্ত্ব ঘোষ, শুদ্ধেন্দু চক্রবর্তী, সুস্মিতা সাহা এবং শ্রীমন্ত বসু।

দ্বিতীয় পর্বের বিষয় ‘বাংলা থ্রিলারে বাস্তব এবং পরাবাস্তব’। এই পর্বে আলোচক হিসেবে আছেন যথাক্রমে অরিত্রতুহিন দাস, সুজয়কুমার মুখোপাধ্যায়, শ্রীময়ী রায় এবং শাশ্বত ধর।

উদ্বোধনী দিনের সবশেষ পর্বের বিষয় ‘সুপার ন্যাচারাল বাংলা থ্রিলার’। আলোচক হিসেবে থাকবেন যথাক্রমে শরণ্যা মুখোপাধ্যায়, মনীষ মুখোপাধ্যায়, সুতপা ভদ্র সরকার, ঈশা দেব পাল এবং অভিষেক চট্টোপাধ্যায়।

উল্লেখ্য, প্রথম কলকাতা থ্রিলার লিট ফেস্ট ২০২৪-এর সহযোগী আয়োজক হিসেবে আছে অক্ষর সংলাপ প্রকাশন, বিভা, অভিনব মন এবং কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।

Link copied!