• ঢাকা
  • রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২, ১৭ মুহররম ১৪৪৬

ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২, ০৩:৫৬ পিএম
ভারতকে ১৪৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিটন দাস ও জাকির হাসানের অর্ধশতকের পাশাপাশি ব্যাট হাতে অবদান রেখেছেন নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। মূলত এই চার ব্যাটারের দারুণ ব্যাটিংয়েই ভারতকে দ্বিতীয় টেস্ট জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

চা বিরতির আগে উইকেটে বেশ ভালোভাবেই সেট হয়েছিলেন লিটন দাস। তখনই ভারতকে তাকে বেধে রাখার জন্য তৈরি করে রক্ষণাত্মক ফিল্ডিং সেটআপ। তাতে ধরা দিয়েই ৭৩ রানে ফেরেন লিটন।

এর আগে নুরুল হাসান সোহান ও জাকির হাসান দলের রান বাড়াতে সাহায্য করেন। সোহানের ব্যাট থেকে আসে ৩১ রান। জাকির করেন ৫১ রান। শেষ দিকে দলের রান বাড়াতে সাহায্য করে তাসকিনের ব্যাটে আসা ৩১ রান। মূলত এই চার ব্যাটারের কল্যাণে ১৪৪ রানের লিড পায় বাংলাদেশ।

এই চার ব্যাটার ছাড়া বাংলাদেশের হয়ে বলার মতো কিছু করতে পারেনি কেউ। নাজমুল হাসান শান্ত, মমিনুল হকরা ছিলেন ব্যর্থ। অধিনায়ক সাকিব আল হাসানও ধরতে পারেননি হাল। বরং, উইকেট বিলিয়ে দিয়ে এসেছিলেন।

ভারতের হয়ে অক্ষর প্যাটেল তিনটি এবং মোহাম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন দুইটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট নেন উমেশ যাদব ও জয়দেব উনাদকাদ।

Link copied!