• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ৯ জ্বিলকদ ১৪৪৫

র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুমিনুলের, অবনতি লিটনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৫:৫২ পিএম
র‌্যাঙ্কিংয়ে উন্নতি মুমিনুলের, অবনতি লিটনের
লিটন দাস ও মুমিনুল হক। ছবি : সংগৃহীত

বাজে পারফরম্যান্স করায় ওয়ানডে স্কোয়াড থেকেই বাদ পড়েন বাংলাদেশ দলের ওপেনার লিটন কুমার দাস। টেস্টে দলে থাকলেও বাজে পারফরমেন্স করছেন তিনি। সেই প্রভাব পড়েছে তার ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও। বড় অবনতি হয়েছে লিটনের। ৭ ধাপ নিচে নেমে এখন যৌথভাবে তিনি ২৪তম স্থানে আছেন। অন্যদিকে ৯ ধাপ এগিয়েছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।

বুধবার টেস্ট র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে এ তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা (আইসিসি)। 

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানের ইনিংস খেলেন লিটন। এরপর দ্বিতীয় ইনিংসে তিনি ফেরেন গোল্ডেন ডাক নিয়ে। ব্যাট হাতে ওই ম্যাচে ব্যর্থ ছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। ফলে তারও অবনতি হয়েছে। এই ব্যাটসম্যান ৯ ধাপ পিছিয়ে এখন ৫৩ নম্বরে।

তবে টেস্ট ব্যাটারদের তালিকায় এগিয়েছেন মুমিনুল হক। লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ৩২৮ রানে হারের ম্যাচে ৮৭ রানের ইনিংস খেলেন মুমিনুল হক। ফলে ৯ ধাপ এগিয়ে তিনি উঠে গেছেন ৫০ নম্বরে।
টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার পেসার খালেদ আহমেদের। ওই ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে বোলারদের র‌্যাঙ্কিংয়ে খালেদ এখন ৮৯তম স্থানে। 

ম্যাচে তেমন প্রভাব থাকলেও দুই ধাপ পিছিয়েছেন তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ৩ উইকেট। যা নিয়ে বোলিং র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন পঞ্চদশ। তবে এটাই টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ অবস্থান।

অবশ্য ব্যাটারদের শীর্ষ র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হয়নি। তিনের মধ্যে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম। আর বোলারদের মধ্যে এক নম্বরে আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, দুইয়ে যৌথভাবে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা আছেন তিন নম্বরে।

 

Link copied!