আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি দলের অধিনায়ক লিওনেল মেসিকে একজন`ফুটবল নেতা` বলে অভিহিত করেছেন এবং তার সতীর্থদের কাছ থেকে তিনি যে সম্মান পান- তা তুলে ধরেছেন।
স্ক্যালোনি এবং মেসি গত বছর কাতারে একসাথে তাদের তৃতীয় ফিফা বিশ্বকাপ শিরোপা উদযাপন করেছেন। পিএসজি ফরোয়ার্ড ৭টি গোল করেছেন এবং ৩টি গোলে তার অবদান রেখে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। বিশ্বকাপ জয়ের আজীবন স্বপ্ন পূরণের জন্য ফাইনাল ম্যাচেও দুবার গোল করেন তিনি।
দলের অধিনায়ক হিসেবে মেসি আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং স্ক্যালোনি তার নেতৃত্বের দক্ষতায় মুগ্ধ।
আর্জেন্টিনার সাবেক ফুটবলার হোর্হে ভালদানোকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ক্যালোনি বলেছেন, "আপনি তো দেখতেই পাচ্ছেন, তিনি একজন ফুটবল নেতা। কিন্তু যখন তিনি কথা বলেন, তখন তিনি সঠিক কথাটাই বলেন। সে তার সতীর্থদের কাছে যেভাবে নিজেকে উপস্থাপন করে, আমি কাউকে তা করতে দেখিনি। অবিশ্বাস্য। তার সতীর্থরা যেভাবে তার দিকে তাকায়, তারা মেসিকে যেভাবে সম্মানের চোখে দেখে, এটা ব্যাখ্যা করা খুব কঠিন।”