• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৩, ০২:০২ পিএম
বাংলাদেশের ম্যাচে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু
ছবি: সংগৃহীত

এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচটা টাইগারদের জন্য ডু অর ডাই। আফগানদের বিপক্ষে হারলেই দেশে ফিরে আসতে হবে সাকিব আল হাসানদের। জিতলেও সুপার ফোরের যেতে হলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা- আফগানিস্তান ম্যাচের দিকে। বাংলাদেশের বাঁচার-মরা ম্যাচে বৃষ্টি হানা দিবে নাতো এমন প্রশ্ন উঁকি দিচ্ছে বাংলাদেশি দর্শকদের মনে।

শনিবার (২ সেপ্টেম্বর) দুই চির-প্রতিদ্বিন্দ্বি ভারত-পাকিস্তানের ম্যাচে বৃষ্টির জয় হয়েছে। এই ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগা-ভাগি করে নিয়ে সুন্তষ্ট থাকতে হয়। এ জন্য বাংলাদেশি সমর্থকদের মনে ভয় ঢুকেছে বৃষ্টির কারণে যদি সাকিবদের ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়। তাহলে পয়েন্ট ভাগা-ভাগি হলে যে সুপার ফোরে খেলার সম্ভাবনা আরও কমে যাবে টাইগারদের।

যদিও শনিবারের ম্যাচ ছিল শ্রীলঙ্কার ক্যান্ডিতে। তবে রোববার (৩ সেপ্টেম্বর) সাকিব, মুশফিকদের ম্যাচ হবে পাকিস্তানের লাহোরে। সাধারণত এ সময়ে দেশটিতে বৃষ্টি হয়ে থাকে। পাকিস্তানে বৃষ্টির মৌসুম জুন থেকে সেপ্টেম্বর।

বাংলাদেশি সমর্থকদের জন্য সুসংবাদ লাহোরে আজ বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টাইগারা লড়বে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিন টায়। এই স্টেডিয়ামের হাই স্কোরিং উইকেট থাকায় সুবিধা পাবে ব্যাটসম্যানরাই। তাই এখন দেখার বিষয় এমন উইকেটে নাঈম শেখ, নাজমুল শান্তরা কতটা কাজে লাগাতে পারেন।

আবহাওয়া–বিষয়ক তথ্য দেওয়া ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, দিনের বেলায় লাহোরে থাকবে রোদ। আর তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সন্ধ্যা নামতেই তাপমাত্রা কমে আসবে। তখন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃষ্টির সম্ভাবনা মাত্র ১ শতাংশ। বজ্রপাতসহ, ঝোড়ো বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ -আফগানিস্তান ম্যাচ চলাকালীন আকাশ মেঘমুক্তই থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে এখন দেখা যাক বাংলাদেশ এশিয়া কাপে টিকে থাকতে পারে কিনা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!