• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬
কাতার বিশ্বকাপ

মেসিকে যেভাবে আটকাবে ক্রোয়েশিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২২, ১১:৫২ এএম
মেসিকে যেভাবে আটকাবে ক্রোয়েশিয়া
ছবিঃ গেটি ইমেজস

আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামার প্রতিপক্ষ দলের কোচের প্রধান পরিকল্পনা থাকে লিওনেল মেসিকে নিয়ে। তাকে কিভাবে আটকাবে এই চিন্তায় অনেক কোচের রাতের ঘুম উধাও হয়ে যায়।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ফলে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই ক্রোয়েশিয়া কোচের কাছে মেসিকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

উত্তরে ক্রোয়েশিয়া কোচ দালিচ মেসির প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার কথা জানান। মেসিকে দেওয়া বলের যোগান বন্ধ করতে চান তিনি।

দালিচ বলেন, “মেসিকে আটকানোর ব্যাপারে আমরা বিশেষ মনোযোগ দেব । মেসির জন্য আসা পাসগুলো আমাদের আটকাতে হবে এবং তার স্পেস কমিয়ে আনতে হবে।”

মেসি মাঠে দৌড়ায় কম হাঁটে বেশি, এটা নিয়ে নেদারল্যান্ডসও তাদের চিন্তার কথা জানিয়েছিল। এবার ক্রোয়েশিয়া কোচও বললেন এদিকে মনোযোগ দিতে হবে।

“সে (মেসি) খুব একটা দৌড়ায় না, এমনকি বলের পেছনেও ছুটে না। বলের জন্য অপেক্ষা করে এবং নিজের সবটুকু শক্তি দিয়ে বল রিসিভ করে। আমাদের সেদিকে খুব মনোযোগ দিতে হবে” যোগ করেন দালিচ।

সর্বশেষ ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া। ওই ম্যাচে লিওনেল মেসির দলকে ৩-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ক্রোয়াটরা।

Link copied!