ফ্রান্সের বিশ্বকাপ দলে থাকলের ইনজুরিতে শেষ মুহূর্তে ছিটকে গেছেন করিম বেনজেমা। তবে তার বদলি হিসেবে কাউকে স্কোয়াডে নেয়নি ফ্রান্স। এদিকে বেনজেমাও ইনজুরি থেকে ইতিমধ্যে সেরে উঠেছেন।
ফলে আলোচনা উঠেছে ফাইনালে বেনজেমা খেলবেন কিনা। তবে বেনজেমার ফেরার বিষয়ে কোনো উত্তরই দিতে চাননি ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
এদিকে ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রন চাইছেন, এখন পর্যন্ত যেসব খেলোয়াড় ইনজুরি আক্রান্ত হয়ে ফ্রান্সের বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তাদের প্রত্যেককে ফাইনালে নিয়ে যেতে।
ইনজুরি না হলে ফ্রান্সের বিশ্বকাপ দলে থাকতেন, এমন খেলোয়াড়দের সংখ্যা খুব একটা কম নয়। পল পগবা, কান্তেরা তাদের মধ্যে উল্লেখযোগ্য।
তবে শুধু চাইলেই তো হবে না, তার জন্য নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এদিকে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী বলেছেন রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য অধীর হয়ে আছেন। আর ফরাসি সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে সেটা সম্ভব করার জন্য।
রোববার (১৮ ডিসেম্বর) আর্জেন্টিনার বিপক্ষে চলতি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স। এর আগে সেমিফাইনালে ফরাসিরা মরক্কোকে হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে।