• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ডু অর ডাই ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৩, ১০:৫৬ এএম
ডু অর ডাই ম্যাচে আজ মাঠে নামছে ইংল্যান্ড
ছবি: সংগৃহীত

এবারের বিশ্বকাপটা যেন ইংল্যান্ডের দুস্বপ্নের মতো যাচ্ছে ইংল্যান্ডের। পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে তারা। রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। যে দলটিকে এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ধরা হয়েছে তাদের এমন অবস্থা দেখে অনেকেই আশ্চর্য। তবে, সবশেষ হয়ে যায়নি ইংল্যান্ডের। এখনো সুযোগ আছে তাদের ঘুরে দাঁড়ানোর, হাতছানি আছে সেমিফাইনাল খেলার। তবে, সেজন্য তাদের জিততে হবে বাকি সবগুলো ম্যাচ। আর হারতে হবে অন্যদলগুলোর। নিজেদেরকে জয়ের ধারায় ফিরাতে মরিয়া ইংল্যান্ড আজ(রোববার) মাঠে নামবে ভারতের বিপক্ষে। যারা এবারের আসরে এখন পর্যন্ত হারেনি কোন ম্যাচ। লক্ষ্ণৌ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

লক্ষ্ণৌ স্টেডিয়ামে আজ ভাগ্য নির্ধারন হয়ে যেতে পারে ভারত ও ইংল্যান্ডের। ভারত জিতলে সেমিফাইনাল নিশ্চিত প্রায়। আর ইংল্যান্ড হারলে তাদের সবশেষ।

লক্ষ্ণৌর উইকেট স্পিন সহায়ক। উইকেটে যা ঘাসছিল তাও ছেটে ফেলা হয়েছে। তাই এই ম্যাচে ভারতের একাদশে দেখা যেতে পারে তিন স্পিনার।। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা ও কুলদ্বীপ যাদবের সঙ্গে সুযোগ পেতে পারেন রবিচন্দ্রন আশ্বিন। তার খেলার সম্ভাবনা আরও প্রবল বাড়িয়ে দিয়েছে গতকাল (শনিবার) দীর্ঘসময় নেটে ব্যাটিং ও বোলিং অনুশীলন দেখে।

তবে, ভারতের ব্যাটিংয়ে আস্থার তালিকা দীর্ঘ। রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল সবাই আছেন দারুন ফর্মে। তবে হার্দিক পান্ডিয়া শেষ পর্যন্ত খেলবেন কি না তা এখনো নিশ্চিত না।

ভারতের ক্রিকেটার লোকেশ রাহুল বলেন, “আমরা প্রতিপক্ষ নিয়ে ভাবতে চাই না। নিজেদের ওপর আস্থা রাখতে চাই। এটা ঠিক কিছু ম্যাচ ইংল্যান্ডের পক্ষে আসেনি, তার মানে এই না যে ওরা ভয়ংকর দল নয়। কিছু হোমওয়ার্ক আমরা ঠিকই করে রেখেছি।”

ইংল্যান্ডের এমনিতেও সেমিফাইনালের ওঠা অনেক কঠিন। সবগুলো ম্যাচ জেতার পাশাপাশি অন্য দলগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে বিশ্বচ্যাম্পিয়নদের।

শেষ দুই ম্যাচে দুইশ রানের কোটাও স্পর্শ করতে পারেনি ইংল্যান্ড। বাটলার, লিভিংস্টোনদের ব্যাটিংয়ের দুরাবস্থা সবচেয়ে বড় চিন্তার কারণ। মার্ক উড, ক্রিস ওকস, স্যাম কারনেরাও ছন্দহীন। দুরন্ত ফর্মে থাকা ভারতকে হারাতে ১১ ক্রিকেটারকেই সেরাটা দিতে হবে।

ইংল্যান্ডের ব্যাটিং কোচ মার্কাস ট্রেসকোথিক বলেন, “বিশ্বকাপের মতো আসরে ভারতের বিপক্ষে ওদের নিজেদের মাঠে খেলা বিশেষ কিছু। অসংখ্য দর্শক থাকবে আর প্রায় পুরোটাই স্বাগতিকদের জন্য। এটা আমাদের সামনে একটা সুযোগও বটে।”

ওয়ানডেতে ১০৬ বার মুখোমুখি হয়েছে এ দুদল। ভারতের ৫৭ জয়ের বিপরীতে ইংল্যান্ডের জয় ৪৪। বিশ্বকাপে ৮ দেখায় ৪ জয় ইংলিশদের, ৩টি টিম ইন্ডিয়ার। একটি টাই।

খেলা বিভাগের আরো খবর

Link copied!