• ঢাকা
  • শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২, ২৩ মুহররম ১৪৪৬
বিপিএল

হৃদয়ের হাতে আট শেলাই, খেলবেন না চট্টগ্রামে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৩, ০১:২৮ এএম
হৃদয়ের হাতে আট শেলাই, খেলবেন না চট্টগ্রামে
ছবি: সিলেট স্ট্রাইকার্স

 চলতি বিপিএলে প্রথম ঢাকা পর্বের শেষ ম্যাচে বড় ধাক্কা খেলো সিলেট স্ট্রাইকার্স শিবির। ফিল্ডিংয়ে চোট পেয়ে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে এবারের আসরে দলটির সেরা ব্যাটার তৌহিদ হৃদয়কে।

ঘটনা মঙ্গলবার (১০ জানুয়ারি) ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১২ তম ওভারে। ওই ওভারে পয়েন্টে ফিল্ডিং করছিলেন হৃদয়, সিলেটের পেসার রেজাউর রহমান রাজার করা ডেলিভারিতে ঢাকা ব্যাটার নাসির হোসেন কাট শট খেলেছিলেন।

ওই শটে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে চোট লাগে হৃদয়ের। প্রাথমিকভাবে ব্যান্ডেজ করলেও পরবর্তীতে আঘাতপ্রাপ্ত স্থানে আটটি শেলাই দিতে হয়েছে। আর এতে করে চিকিৎসদের পরামর্শ অনুযায়ী অন্তত দুই সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে হৃদয়কে।

এর ফলে চট্টগ্রামে হৃদয়কে পাচ্ছে না সিলেট। এবারের বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। যেখানে সিলেটের ম্যাচ আছে দুইটি। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় দ্বিতীয় পর্বে ২৪ জানুয়ারি মাঠে নামবে সিলেট। ওই ম্যাচেও হৃদয়কে পাওয়া যাবে না। তবে ২৭ জানুয়ারি সিলেট পর্বের প্রথম ম্যাচে মাঠে ফিরতে পারেন হৃদয়।

চলতি বিপিএলে দুর্দান্ত ফর্ম আছেন সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার তৌহিদ হৃদয়। চার ম্যাচে তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে সব ম্যাচেই ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। তবে স্বপ্নের মতো বিপিএল কাটানো এই ব্যাটার অপ্রত্যাশিত ইনজুরিতে মাঠের বাইরে চলে গেলেন।

Link copied!