• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

লরিয়াস পুরস্কার জিতলেন জোকোভিচ-বোনমাতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৪, ০৩:০০ পিএম
লরিয়াস পুরস্কার জিতলেন জোকোভিচ-বোনমাতি
নোভাক জোকোভিচ (ডানে) এবং আইতানা বোনমাতি। ছবি : সংগৃহীত

এবারের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন সার্বিয়ার টেনিস তারকা নোভাক জোকোভিচ এবং স্পেনের নারী ফুটবল তারকা আইতানা বোনমাতি।

রেকর্ড পাঁচবারের মতো বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের এই পুরস্কার জিতলেন জোকোভিচ। নারী খেলোয়াড়ের এই পুরস্কার জিতেছেন স্পেন ও বার্সেলোনা তারকা বোনমাতি। এছাড়াও ব্রেকথ্রু প্লেয়ার অব দ্যা ইয়ার পুরস্কার পেয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহ্যাম।

সোমবার রাতে মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। গত বছর এটিপি ফাইনালসহ তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। ফলে ছুঁয়েছেন কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্লামের রেকর্ড।

এর আগে লরিয়াসের এই পুরস্কার সর্বোচ্চ পাঁচবার জিতেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। এবার তার পাশে বসলেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। ২০১২ সালে ২৪ বছর বয়সে প্রথমবার জিতেলেন এই পুরস্কার।

প্রথম ফুটবলার হিসেবে বোনমাতি জিতেছেন লরিয়াসের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার। শুধু মেয়েদের বিশ্বকাপই নয় বোনমাতি গত বছর বার্সেলোনার হয়ে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, বিশ্বকাপে গোল্ডেন বল জয়ী হয়েছিলেন। এর আগে ব্যালন ডি অরও জিতেছিলেন।

রিয়াল মাদ্রিদের হয়ে ক্যারিয়ারের দুর্দান্ত সূচনার জন্য ইংল্যান্ডের বেলিংহ্যাম পেয়েছেন ওয়ার্ল্ড ব্রেকথ্রু অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড। প্রথম মৌসুমেই লস ব্লাঙ্কোসদের শীর্ষ গোলদাতা এই মিডফিল্ডার। সব মিলে করেছেন ২১ গোল।

বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে স্পেন নারী ফুটবল দল। ২০১৫ সালের আগে যে দল কখনও বিশ্বকাপেই খেলেনি। সেই দলটিই গত অগাস্টের আসরে একের পর এক চমক উপহার দিয়ে বিশ্ব সেরার মুকুট মাথায় তোলে।

Link copied!